টঙ্গী তে ডেঙ্গু জ্বরের রোগীর সংখ্যা বেড়েই চলেছে 

নিজস্ব প্রতিবেদক : খোকা আমীন : গাজীপুর  মহানগর  টঙ্গী তে ডেঙ্গু জ্বরের রোগীর সংখ্যা বেড়েই চলেছে  প্রতিবেদক এর প্র তিবেদনে উঠে আসে  এমনি একচিত্র । টঙ্গী  শহীদ আহসান উল্যা মাস্টার জেনারেল হাসপাতালে সরেমিনে গিয়ে দেখতে পান বেডে সিট না পেয়ে ফ্লোরে চিকিৎসা নিচ্ছে অনেক  রোগী ।  আজই ভর্তি হয়েছেন অনেকে ,এবং  এক সপ্তাহ আগে  ডেঙ্গু জ্বরে চিকিৎসা নিয়ে আবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে প্রতিবেদককে অনেক রোগী জানান । চিকিৎসা সেবা ভাল ,  ডাক্তার,নার্স নিয়মিত ভাবে দেখা শুনা করেন  তবে নাপা ট্যাঁবলেট আর ডেঙ্গু জ্বরের   স্যালাইন ব্যাতীত অন্যান্য ঔষধ বাহির থেকে কিনে আনতে হয় । টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডাক্তার আফজালুর রহমান বলেন  টঙ্গীতে ও ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেড়েছে    ইনডোর আউটডোর মিলিয়ে ৯২ জন রুগী ভর্তি আছে , এডিস মশার মাধ্যমে মানব  দেহে এই  রুগ জিবানু ছরায়,  এডিস মশা কে নিয়ন্ত্রণ করতে  হবে মশা  যে সব স্থানে ডিম পাড়ে সেই সব স্থান নষ্ট করে ফেলা এবং যাদের ডেঙ্গু  রোগ হয়েছে জ্বর কালীন সময়ে সেই রুগি কে মশা কামড় না সেই দিকে খেয়াল রাখা  যাতে অন্য মানুষের মাঝে সেই জিবানু না ছড়ায়,তত্ববধায়ক ডাক্তার আফজালুর রহমান পরামর্শ দেন। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *