বকেয়া বেতন প্রাপ্তির দাবিতে গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন

মোঃ আশরাফুল ইসলাম : গাজীপুরে বাসন থানায় মালেকের বাড়ি এলাকায় বিগত তিনদিন ধরে চলছে শ্রমিকদের বকেয়া বেতন প্রাপ্তির দাবিতে আন্দোলন। সেখানে অবস্থিত টিএনজেড গ্রুপের একটি গার্মেন্টস কারখানায় বিগত তিন মাস ধরে বেতন বন্ধ রাখায় শ্রমিকরা রাস্তায় নেমে আন্দোলন করছে। এতে চরম দুর্ভোগে পড়েছে পথচারীরা।

ঢাকা ময়মনসিংহ যোগাযোগের মূল এই রাস্তায় যানবাহন প্রায় ৩০ কিলোমিটার ব্লক হয়ে যায়। এমন অনেক যানবাহন আছে যারা বিগত তিন দিন ধরে রাস্তায় আটকে আছে। ভুক্তভোগী যানবাহনের ড্রাইভাররা বলতেছেন বিগত ১৫-২০ বছরের মধ্যে এমন দুর্ভোগে তারা কখনোই পড়েনি। ঈদ যাত্রায় অতিরিক্ত চাপ থাকলেও এমন দুর্ভোগ তাদের কখনোই পোহাতে হয়নি।

থানা সূত্রে জানা যায়, তারা এ বিষয়ে বারবার বৈঠক করেও এর কোন সমাধান বের করতে পারেনি। সেনাবাহিনীর হস্তক্ষেপে বারবার আশ্বাস দিলেও আন্দোলন উঠিয়ে নেয়নি শ্রমিকরা। এবং তাদের কর্মসূচি থেকে সরে যায়নি। নিউজ লেখা পর্যন্ত তাদের আন্দোলন চলমান ভুক্তভোগী শ্রমিকরা জানান এই সংকট বকেয়া বেতন পরিশোধের মাধ্যমে সমাধান হবে বলে তারা বলেন।

যানবাহনে আটকে থাকা ড্রাইভার হেল্পার এবং সাধারণ জনগণ দ্রুত সংকট সমাধান করে তাদের কষ্ট লাঘবের জন্য আহ্বান জানান।পরিস্থিতি বেগতিক দেখে আসে পাশের আরো ২৫ থেকে ৩০ গার্মেন্টস বন্ধ ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *