রোমান হোসেন, সাভার ধামরাই: ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ভাই মো. ইকবাল হোসেন বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধুর নাম কুলসুম আক্তার (৩০) তিনি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার মো. ইয়ার হোসেনের স্ত্রী।
মামলার আসামিরা হলেন- নিহতের শাশুড়ি সুর্য বানু (৪৫), ভাসুরের মেয়ে ইয়াছমিন (১৯) ও শ্বশুর আয়নাল পাগলা (৫৫) ও নিহতের নানী শাশুড়ী আমিনা (৬০)।
মামলার বাদী ও নিহতের ভাই ইকবাল হোসেন বলেন, আজ সকালে আমার বোনের পালিত মুরগী তার শাশুড়ির রুটি বানানোর আটা খেয়ে ফেলে। পরে এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার বোনের শাশুড়ী, শশুড়, নানী শাশুড়ী, ভাশুরের মেয়ে মিলে আমার বোনকে প্রচন্ড মারধর করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে আমার বোনটাকে মেরে ফেলেছে। এসময় আমার বোনের জামাই তাদের বাধা দিলে তাকেও আসামীরা মারধর করে। আমি এই খুনিদের বিচার চাই।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এ ঘটনায় অভিযুক্ত নিহতের নানি শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।