নেত্রকোনায় তিন দিনের কৃষি মেলা উদ্বোধন।

নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনার মদনে ২০২৩-২৪ অর্থ বছরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রোজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মদন উপজেলার আয়োজনে (৩০ সেপ্টেম্বর )রোজ সোমবার  সকাল ১১ টার সময় উপজেলা পাবলিক হল মাঠে  ফিতা কেটে  তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোরী তানিয়া মৌয়ের সঞ্চালনায়, উপজেলা কৃষি কর্মকর্তার হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া। 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর মদন উপজেলা অস্থায়ী  সেনা ক্যাম্পের ৩ সিগন্যাল ব্যাটালিয়ন এর ক্যাপ্টেন শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ২ নং চানগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুল আলম তালুকদার ও উপজেলা বিএনপি র সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান  রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ নাহিদ হাসান, উপজেলা ফতেপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মদন উপজেলার সাবেক আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন, সাবেক জামায়াতে ইসলামী  উপজেলা আমির রিয়াজ উদ্দিন 

পরে তিন দিনের  কৃষি মেলায় কৃষি প্রদর্শনী স্টল ও বিভিন্ন প্রজাতির ফল গাছের চারা নার্সারি  এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *