নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়েত ইসলাম কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আদর্শে রাষ্ট্রনায়ক মহানবী (সাঃ) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় জামায়েত ইসলাম বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি কর্মাস কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন, প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, প্রধান আলোচকের বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ছ ম তরিকুল ইসলাম, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ জামায়েত ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মো. সুজা উদ্দিন জোয়ার্দ্দারের সার্বিক তত্ত্বাবধায়নে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলাম ও ছাত্র শিবিরের কুষ্টিয়া জেলা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ৷
এসময় বক্তারা বিশ্ব মানবতার দূত মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনের আদর্শ ও তাঁর পরিচালাতি রাষ্ট্রের আলোকে আদর্শ রাষ্ট্র, সমাজ ব্যবস্থাসহ নিজেদের জীবন গঠনের কথা বলেন।