নিজস্ব প্রতিনিধি: গত ০৭ আগষ্ট ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০, তারিখ ১৪ আগষ্ট ২০২৪, ধারা-৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৪ পেনাল কোড ১৮৬০। পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত ০৯:৩০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আল্লারদর্গা এলাকা” হতে পলাতক আসামি মোঃ রতন আলী(২৫), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-গাছেরদিয়াড়, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয় এবং একই দিনে রাত ১০:০০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার ইবি থানাধীন হরিনারায়নপুর গ্রাম” হতে পলাতক আসামি মোঃ সোহাগ(৩৮), পিতা-মোঃ মহিউদ্দিন বিশ^াস, সাং-হরিনারায়নপুর, থানা-ইবি, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।