ঘরের মাঠে মেসি ও দি মারিয়া ছাড়াই আর্জেন্টিনার দুর্দান্ত জয়

নিজস্ব প্রতিবেদক: বুয়েন্স এইরেসে আর্জেন্টিনার ঘরের মাঠে চেনা দর্শকদের সামনে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া ছাড়া খেললেও আর্জেন্টিনা দাপুটে জয় পেয়েছে। চিলির বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার জন্য একটি কঠিন পরীক্ষা, যা প্রথমার্ধে স্পষ্টভাবে ধরা পড়েছিল। তারা গতিময় ফুটবল খেলার চেষ্টা করলেও বলের নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছিল। তবে বিরতির পর দৃশ্যপট পাল্টে যায় এবং দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা তাদের পুরনো ছন্দে ফিরে আসে। চিলির ডিফেন্স ভেঙে তিনটি গোল করে স্কালোনির দল বিশ্বকাপ বাছাইয়ে তাদের আধিপত্য বজায় রাখে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বুয়েন্স এইরেসের স্তাদিও মনুমেন্টালে আর্জেন্টিনা চিলিকে ৩-০ গোলে পরাজিত করে। ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে এই জয়ে গোল করেছেন মার্ক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেস, এবং পাওলো দিবালা।

প্রথমার্ধে আর্জেন্টিনা গতিময় ফুটবল খেললেও বলের নিয়ন্ত্রণে সমস্যায় পড়েছিল। চিলিও সমান তালে জবাব দিয়েছিল। ম্যাচের ৩১ মিনিটে চিলির এদুয়ার্দো ভার্হাসের হেড আর্জেন্টিনার পোস্টে লেগে গোল হতে পারেনি।

বিরতির পর আর্জেন্টিনা নিজেদের গতি ফিরে পায়। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো রদ্রিগো দি পলকে পাস দেন। দি পল বলটি হুলিয়ান আলভারেসকে পাস করেন, যিনি বলটি চিলির গোলপোস্টের সামনে ক্রস করেন। লাওতারো মার্তিনেজ ওই বলটি ছুঁড়ে দেন এবং ম্যাক অ্যালিস্টার সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে গোল করেন। এটি ম্যাক অ্যালিস্টারের তৃতীয় গোল।

ম্যাচের ৮৪ মিনিটে আলভারেস থেকে দ্বিতীয় গোল পায় আর্জেন্টিনা, যেটি চিলির বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে করা হয়। ৭৯ মিনিটে বদলি হিসেবে নামা পাওলো দিবালা যোগ করা সময়ের এক মিনিটে আলেহান্দ্রো গারনাচোর পাস পেয়ে দুরূহ জায়গা থেকে কোনাকুনি শটে তৃতীয় গোলটি করেন।

এদিকে, কোপা আমেরিকার ফাইনালে খেলেই অবসর নেওয়া আনহেল দি মারিয়াকে এই ম্যাচে সম্মাননা জানানো হয়। মাঠে নামার আগেই দি মারিয়া তার পরিবারের সাথে রিভার প্লেটের মাঠে উপস্থিত হন এবং স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তার স্মরণীয় মুহূর্তগুলো দেখানো হয়। মায়ামি থেকে রেকর্ড করা মেসির বার্তাও শোনানো হয়, যা দি মারিয়ার চোখে জল এনে দেয়।

৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান বাছাইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিওনেল স্কালোনির দল, দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৫। পরবর্তী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com