কর্মবিরতি প্রত্যাহার করলেন পুলিশ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক: রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর আন্দোলনরত পুলিশ সদস্যদের পক্ষ থেকে পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

তারা গণমাধ্যমকে জানান, ‘আমরা সরকারের কাছে যে দাবিগুলো জানিয়েছিলাম, তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সবাই তাদের নিজ নিজ দায়িত্বে সুন্দরভাবে ফিরবেন।’

উল্লেখ্য, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংঘর্ষে হতাহতের ঘটনাকে কেন্দ্র করে গত ৬ আগস্ট বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন কর্মবিরতির ঘোষণা দেয়।

আজ রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন। বৈঠকে পুলিশের আইজিপি, র‍্যাবের ডিজিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।