বিয়েতে অনীহা দেবের, কী বলছেন প্রেমিকা রুক্মিণী?

অনলাইন ডেস্ক: অভিনেতা দেবের মতে, বিয়েটা জীবনের সবচেয়ে জরুরি বিষয় নয়; বরং দুজন মানুষের ভালো থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ভাবনা থেকেই ৪০ বছর বয়সেও দেব এখনও টলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর হিসেবে পরিচিত। প্রায় এক দশক ধরে রুক্মিণী মিত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত তৃণমূলের এই তারকা সাংসদ। কিন্তু এখনও পর্যন্ত প্রেমিকার সঙ্গে বিয়ের কোনো পরিকল্পনা করেননি।

দেবের হাত ধরেই অভিনয়ের জগতে প্রবেশ করেন রুক্মিণী, যিনি এখন টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী এবং বলিউডেও কাজ করছেন। যদিও তাদের সম্পর্কের শুরু থেকেই তারা নিজেদের ব্যক্তিগত জীবন গোপন রাখেন, সম্প্রতি সৌদি আরবের ভ্রমণের ছবিও তারা শেয়ার করেননি।

বিয়ের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন উঠলে দেব ও রুক্মিণী বরাবরই উত্তর এড়িয়ে চলেন। দেবের জীবনজগতে কোনো গসিপ নেই এবং শুভশ্রীর সঙ্গে ব্রেকআপের পর রুক্মিণীর সঙ্গে তার সম্পর্ক অনেকের কাছে পরিচিত। দেব প্রকাশ্যে রুক্মিণীর প্রশংসা করেন এবং তাকে তার শক্তির উৎস বলে মনে করেন।

রুক্মিণী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা এলে, তা সময়ের সাথে ঠিক হয়ে যায়। তিনি বিশ্বাস করেন, কোনো মানুষ এতটাই ব্যস্ত হতে পারে না যে অন্যকে সময় দিতে না পারে। তাদের সম্পর্কের মূল কথা হলো, একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস এবং খুশি থাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *