নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার নয়াদিল্লিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বেলা ১১টা ৫১ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট নয়াদিল্লির পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে।

পালাম এয়ারফোর্স স্টেশনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্রসচিব (সিপিভি ও ওআইএ) মুকতেশ পরদেশি, বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান।

নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল সোমবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে বুধবার টেলিফোনে আলাপের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা ওই আমন্ত্রণ গ্রহণ করেন।

শেখ হাসিনা লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নিরঙ্কুশ বিজয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে আপনি ভারতের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।’

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলসহ বিশ্বনেতারা নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেন। এতে আট হাজারের বেশি বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *