ঢাবির টিএসসিতে ছয় ঘণ্টায় ৮৪ লাখ টাকা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘গণত্রাণ’ কর্মসূচির চতুর্থ দিনে মাত্র ছয় ঘণ্টায় প্রায় ৮৪ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিএসসি বুথ থেকে এই বিশাল পরিমাণ নগদ অর্থ সংগ্রহ হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আজকের সংগ্রহ ছাড়াও গত তিনদিনে এ কর্মসূচি থেকে মোট ৪ কোটি ৩৯ লাখ ১ হাজার ৬৯০ টাকা সংগ্রহ করা হয়েছে।

আজকের দিনটি ছিল বিশেষভাবে ব্যস্ত। সকাল থেকেই ঢাবির জিমনেসিয়ামে এবং টিএসসিতে ত্রাণ দিতে মানুষের ঢল নামে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ ট্রাক, সিএনজি, ভ্যান এবং রিকশায় করে খাবার, জামা-কাপড়, ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসতে শুরু করে। বিকেলের দিকে এত বেশি ত্রাণ জমা হয় যে স্বেচ্ছাসেবকরা তা সংরক্ষণে হিমশিম খেতে শুরু করেন। সন্ধ্যা নাগাদ এই ত্রাণের পরিমাণ কয়েকগুণ বেড়ে যায়, এবং ট্রাকভর্তি ত্রাণ সামগ্রী আসতে থাকে।

টিএসসির বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী জমা করে রাখার পর, স্থান সঙ্কুলান না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ সংলগ্ন জিমনেসিয়ামে ত্রাণ সামগ্রী সংরক্ষণ শুরু করা হয়। এই কর্মসূচির মাধ্যমে অসংখ্য মানুষ তাদের সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *