গোপালগঞ্জে নবাগত ডিসির সঙ্গে কাশিয়ানী উপজেলা প্রশাসনের মতবিনিময়

জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো. আরিফ–উজ–জামানের সঙ্গে কাশিয়ানী উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ–উজ–জামান উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, গণসেবা প্রদান এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যথাযথ প্রস্তুতি, ভোটকেন্দ্রের আলোকস্বল্পতাসহ বিভিন্ন সমস্যা আগে থেকেই শনাক্ত করে সমাধানের আহ্বান জানান।

তিনি বলেন, “সরকার নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর। জনগণকে ভোটকেন্দ্রে আনতে হবে, নির্বাচন সুষ্ঠু রাখতে আপনাদেরই ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

জেলা প্রশাসক আরও জানান, গোপালগঞ্জ উন্নয়ন ও শান্তির জেলাখ্যাতি ধরে রাখতে প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। দুর্নীতি, অনিয়ম ও ভোগান্তি কমাতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন খান,কাশিয়ানী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শামীম রশিদ, প্রকৌশলী সজল কুমার দত্ত, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শহীদুল আলম মুন্না, সাংবাদিক ফায়েকুজ্জামান ও লিটন সিকদার প্রমুখ।

সভায় প্রশাসনিক সেবা, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়ার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com