শেখ রাজীব হাসান : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে গতকাল ২৬ নভেম্বর ২০২৫ খ্রি. গাজীপুর মহানগর পুলিশের নবাগত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদারের সাথে গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগরের সাবেক সিনিয়র নেতৃবৃন্দ, ৮টি থানা বিএনপির সভাপতি–সাধারণ সম্পাদকসহ মহানগরীর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাবেক কাউন্সিলরবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় নেতৃবৃন্দ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি দমন, মহাসড়কে অটোরিকশা নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন, ছিনতাই–ডাকাতি প্রতিরোধ, নাগরিক নিরাপত্তা বৃদ্ধি, প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা–সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন। তারা গাজীপুর মহানগরের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সাথে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পুলিশ কমিশনার মহোদয় তার বক্তব্যে বলেন,গাজীপুরে মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা উন্নয়ন, ট্রাফিক নিয়ন্ত্রণ, চুরি–ছিনতাই প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জিএমপি সর্বোচ্চ কঠোরতা ও পেশাদারিত্বের সাথে কাজ করবে। শহরকে নিরাপদ ও বাসযোগ্য করে তুলতে পুলিশ আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে। তিনি সকলকে পুলিশের কাজে সহযোগিতা করার আহ্বান জানান।
উক্ত সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস), উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।