নওগাঁর পত্নীতলায় নিয়োগ বিধির দাবিতে  স্বারক লিপি প্রদান

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মাঠ পর্যায়ের কর্মরত পরিবার কল্যাণ সহকারী FWA, পরিবার পরিনিয়োগ বিধির দাবিতে নওগাঁর পত্নীতলায় স্বারক লিপি প্রদান করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মাঠ পর্যায়ের কর্মরত পরিবার কল্যাণ সহকারী FWA, পরিবার পরিকল্পনা পরিদর্শক, FPI কার্যক্রম পরিবার কল্যাণ পরিদর্শিকা FWV দের ২৬ বৎসর যাবৎ বিভিন্ন আন্দোলন কর্মসূচি করা সত্ত্বেও আজ অব্দি নিয়োগ বিধি বাস্তবায়ন হয়নি, বিধায় সরকারি কর্মচারী বিধিমালয় অন্যান্য দপ্তরের কর্মচারীর ভাগ্যের উন্নয়ন ঘটলেও পরিবার পরিকল্পনা দপ্তরের মাঠ পর্যায়ের কর্মচারীর ভাগ্যের কোনই পরিবর্তন ঘটেনি, যেই পদেই যোগদান সেই পদেই মৃত্য, পিআর এলএ গমন করতে হয়, এমনকি কোন আপগ্রেডেশন  থেকেও তাঁরা বঞ্চিত, যা একজন  সরকারী চাকুরে হিসেবে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের FWA, FWV এবং FPI গন সেই নিঃবিঃ বাস্তবায়নের জন্যই গত ২১নভেম্বর/২৫  কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল পদ ভিত্তিক উপস্থিতির মাধ্যমে কেন্দ্রীয় তিন পদের সভাপতি মহোদয় তাদের যৌক্তিক দাবি নিঃবিঃ বাস্তবায়নের জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে দৃশ্যমান নিঃবিঃ বাস্তবায়নের রুপরেখা প্রদর্শিত না হলে ১ ডিসেম্বর থেকে  কর্ম বিরতির কর্মসূচি আহ্বান করেছেন। সেই সাথে অধিদপ্তর কতৃক ঘোষিত সেবা সপ্তাহ ও রিপোট বন্ধেরও আহ্বান করেছেন। সেই কার্যক্রমের অংশ হিসেবে গত ২১নভেম্বর নওগাঁর পত্নীতলা উপজেলা পঃপঃ কর্মকর্তা জনাব ডাঃ রুম্পা দাস ও মেডক্যাল অফিসার কামরুজ্জামানকে স্বারক লিপি প্রদান করা হয়। উক্ত আনুষ্ঠানিকতায়, FWV, FWA এবং FPI গণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারই ধারাবাহিকতায় অদ্যই বুধবার পত্নীতলা উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ রুম্পা দাস ও মেডিক্যাল অফিসার কামরুজ্জামানকে স্বারক লিপি প্রদান করা হয়। উক্ত আনুষ্ঠানিকতায় FWV, FWA এবং FPI গণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com