মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: “দেশীয় জাত– আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি”— এ স্লোগানকে সামনে রেখে মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ নভেম্বর সকাল ১০টায় মনোহরদী সরকারি কলেজ মাঠে এ বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠান শুরুর পরই উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মচারী, খামারি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানের মূল মঞ্চে এসে শেষ হয়। এ র্যালিকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শামীম আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. এ মুহাইমিন আল জিহান। এছাড়া উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ দুলাল আকন্দ, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ম শহীদুল্লাহ ভূঁইয়া, কৃষি কর্মকর্তা রুনা আক্তার, উপজেলা তথ্য কর্মকর্তা মাধবী সাহা, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোরশেদুল আলম এবং উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা গোলাপ মিয়া। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির শক্তিশালীকরণ এবং দারিদ্র্য হ্রাসে প্রাণিসম্পদ খাত অপরিসীম ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় জাতের উন্নয়ন নিশ্চিত করতে পারলে প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে বলে তারা গুরুত্বারোপ করেন।
প্রদর্শনীতে মনোহরদী উপজেলার ১২টি ইউনিয়নের খামারিরা অংশগ্রহণ করেন। তারা তাদের খামারের বিভিন্ন পশু–পাখি, যেমন—গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি ও ঘোড়া নিয়ে প্রদর্শনীস্থলে হাজির হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ মুহাইমিন আল জিহান প্রদর্শনীর সব স্টল ঘুরে দেখেন এবং খামারিদের উৎসাহ প্রদান করেন।
দিনব্যাপী আয়োজন শেষে সেরা খামারিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রদর্শনী ও র্যালি মিলিয়ে মনোহরদীজুড়ে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উৎসবমুখর হয়ে ওঠে।