মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ তাজুল ইসলাম বাদল, মনোহরদী, (নরসিংদী) প্রতিনিধি।  মনোহরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. এ মুহাইমিন আল জিহান।

সভাটি বাস্তবায়ন করেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, মনোহরদী।

সভায় দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, উদ্ধার কার্যক্রম, ত্রাণ ব্যবস্থাপনা ও বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম শক্তিশালী করার বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। ইউএনও এম. এ মুহাইমিন আল জিহান বলেন, “দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও দ্রুত সমন্বয়ই মানুষের জানমাল রক্ষার সবচেয়ে বড় শক্তি।”

সভায় উপস্থিত ছিলেন— মনোহরদী থানার অফিসার ইনচার্জ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, এ.জি.এম নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি–২, উপ-সহকারী প্রকৌশলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার, সরদার আছমত মহিলা কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সভাপতি, ব্র্যাকের এরিয়া ম্যানেজার, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রোগ্রাম কো-অর্ডিনেটর, রিকের শাখা ব্যবস্থাপক, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং মনোহরদী প্রেসক্লাবের সভাপতি।

এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনার সকল পর্যায়ে দ্রুত যোগাযোগ, সমন্বয় ও প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com