ট্রাম্পকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কেনেডি জুনিয়র

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ. কেনেডি জুনিয়র। একই সঙ্গে তিনি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার কেনেডি জুনিয়র এই ঘোষণা দেন।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৭০ বছর বয়সী কেনেডি জুনিয়র যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনৈতিক পরিবার কেনেডি পরিবারের সদস্য। তিনি দীর্ঘদিন ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। তার বাবা ছিলেন মার্কিন সিনেটর রবার্ট এফ. কেনেডি এবং চাচা ছিলেন সাবেক প্রেসিডেন্ট জন এফ. কেনেডি।

আজ শুক্রবার অ্যারিজোনার ফিনিক্সে এক সংবাদ সম্মেলনে কেনেডি জুনিয়র ট্রাম্পের প্রতি তার সমর্থনের কথা জানান। তিনি বলেন, ‌‘দলীয় নীতির কারণে তিনি ডেমোক্র্যাট পার্টি ছেড়ে ট্রাম্পকে সমর্থন করতে বাধ্য হয়েছেন।’

কয়েক ঘণ্টা পরই কেনেডি জুনিয়র অ্যারিজোনায় ট্রাম্পের একটি নির্বাচনি সমাবেশে অংশ নেন।

ট্রাম্প কেনেডি জুনিয়রের এই সমর্থনকে ‘অভূতপূর্ব’ এবং ‘বুদ্ধিদীপ্ত’ বলে উল্লেখ করেন এবং গ্লেনডেলের সমাবেশে তাকে স্বাগত জানান। তিনি বলেন, ‘কেনেডি জুনিয়রের সমর্থন লাখ লাখ আমেরিকানকে অনুপ্রাণিত করবে এবং দেশের দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলোকে সামনে আনবে।’

ট্রাম্প আরও প্রতিশ্রুতি দেন যে, ১৯৬৩ সালে প্রেসিডেন্ট জন এফ. কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত সব নথি তিনি প্রকাশ করবেন।

তবে কেনেডি জুনিয়রের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন তার বোন কেরি কেনেডি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ট্রাম্পকে সমর্থন করা আমাদের বাবা এবং পরিবারের আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা। এটি এক দুঃখজনক কাহিনীর করুণ সমাপ্তি।’

অন্যদিকে, কেনেডি জুনিয়রের স্ত্রী এবং সাবেক এইচবিও তারকা চেরিল হাইন্স তার স্বামীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করেছেন, যদিও ট্রাম্পকে সমর্থন করার বিষয়ে কোনো মন্তব্য করেননি। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *