শেরপুর সদর থেকে মোঃ শহিদুল্লাহ- শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
সভায় প্রারম্ভে বিগত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। জেলা পুলিশের সার্বিক দক্ষতা বৃদ্ধি এবং সদস্যদের নানাবিধ কল্যাণ নিশ্চিতকরণে উত্থাপিত আবেদনসমূহ আমলে নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা কর্মক্ষেত্রে বিদ্যমান সুবিধা-অসুবিধা ও কার্যসম্পাদনে প্রতিবন্ধকতাসমূহ পুলিশ সুপারের নিকট উপস্থাপন করেন। পুলিশ সুপার তাৎক্ষণিক নির্দেশনা প্রদানসহ গঠনমূলক আলোচনার মাধ্যমে উত্থাপিত সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও, জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, জনমুখী পুলিশিং জোরদারকরণ এবং পেশাগত শৃঙ্খলা অটুট রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন পুলিশ সুপার।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত), ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ট্রাফিক বিভাগ, কোর্ট শাখা এবং অন্যান্য ইউনিটের পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।