নাঈমুল হাসান,টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার টঙ্গীর পাগাড় টেকপাড়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের নবগঠিত পরিচালনা পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
ক্ষুদ্র ব্যবসায়ীদের সভাপতি শাহিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক তদন্ত আতিকুর রহমান,গাসিক ৪৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহসিন গাজী,বিএনপি নেতা মাহবুব আলম,বিএনপি নেতা ইসমাইল হোসেন সম্রাট,ছাত্রদল নেতা ছাত্রদল নেতা সাব্বির হোসেন হৃদয়,জামাত নেতা আবু হানিফ তুহিন প্রমূখ।
প্রাথমিক ভাবে পুলিশকে সহায়তা করতে সভায় ব্যবসায়ীর কাছে লাঠি ও বাঁশি তুলে দেয় ক্ষুদ্র ব্যবসায়ী কমিটি।