সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় গ্রামের রাস্তা সংস্কারে আবেদনকারীর বিরুদ্ধে অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলার গোলাপগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের একটি রাস্তার জনদুর্ভোগ নিয়ে পৌরসভার প্রশাসকের কাছে গেলে প্রথমে কামাল খানকে লিখিত আবেদন দেয়ার কথা বলেন এবং লিখিত আবেদন দেন কামাল খান এর কিছুদিন পর প্রতিকার চাওয়ার কারণে উন্নয়ন বিরোধিতাকারী একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেদনকারী সংবাদকর্মী কামাল খানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

গোলাপগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের ফুলবাড়ি পূর্বপাড়া রুপসাইল গ্রামের বাচ্চু মিয়ার বাড়ির সম্মুখ হতে খোকন চন্দ্রনাথের বাড়ির সম্মুখ পর্যন্ত,প্রতি বছর বৃষ্টি হলে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জমে থাকা বৃষ্টি পানির কারণে উক্ত রাস্তা দিয়ে যাতায়াতে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। ঐ রাস্তার পাশের টিলার মাটি ধ্বসে এখনো রাস্তায় পড়ে আছে। রাস্তাটিতে কর্তৃপক্ষের কোন নজর নেই।

রাস্তার উভয় পাশে পানি নিষ্কাশনের কোন ড্রেন নেই। এই রাস্তা দিয়ে এলাকার শিক্ষার্থী সহ জনসাধারণ প্রতিনিয়ত চলাচল করেন। এই জনদুর্ভোগ বিষয়টি নজরে পড়ায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের প্যাডে গত ১৭ আগস্ট পৌরসভার ফুলবাড়ি পূর্বপাড়া রুপসাইল গ্রামের বাসিন্দা কামাল খান ভুক্তভোগী হয়ে গোলাপগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বরাবরে রাস্তা সংস্কার করে জনদুর্ভোগ দূর করার বিষয়ে আবেদন জানান।

৪ মাস অতিবাহিত হওয়ার পর কোন ধরনের প্রতিকার না পাওয়ায় প্রথমে কামাল খান উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত মোবাইল নাম্বারে কল দেন এবং সেই কলটি রিসিভ না করে বারবার কেটে দেন এর পর গত ১৯ নভেম্বর সংবাদকর্মী কামাল খান এলাকার গণ্যমান্য কয়েকজন ব্যক্তিবর্গকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল এর কাছে গিয়ে প্রতিকার জানতে চাইলে তিনি তাদের ওপর রাঙ্গানিত হন।এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বুঝিয়ে বলার পর অফিসের এক কর্মচারী অন্যের এজেন্ট হয়ে আবেদনকারী কামাল খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাদিকুর রহমান বিডি আইডি থেকে অশালীন ও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। সেজন্য সকল মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com