তানভীর আহাম্মেদ : দিনাজপুর – রংপুর মহাসড়কের গম গবেষণা কেন্দ্রের সামনে বাস ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত আহত ৩ জন।
আজ শনিবার দুপুর ২ টায় দিনাজপুর খানপুর হতে কান্তজিও মেলায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা যাত্রী বহনকারী বাস এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো রিকশায় থাকা একই পরিবারের ৩ জন ঘটনাস্থলে নিহত হন। আহত দুজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাই ওয়ে থানার সাব ইন্সপেক্টর রেজাউল করিম জানান, দিনাজপুর চিনিরবন্দ উপজেলার আমরা গ্রামের একই পরিবারের পাঁচজন মিলে দিনাজপুর কান্তজির মেলা পরিদর্শনে যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটটি হয়। ঘটনাস্থলে এবং দুজনকে আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা মাজিয়া বেগম (১৫), মর্জিনা খাতুন (৫৫), একজন শিশু (অজ্ঞাত)।
আহতরা হলেন সারজিনা বেগম (৩১), অটো চালক রুবেল (৩২)। দিনাজপুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল হতে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।