এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ

মোঃ আলম খান, নেত্রকোণা প্রতিনিধিঃ এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। আমাদের ৫ টি দাবীর মধ্যে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। কিন্তু আমরা লক্ষ করছি সাধারণ মানুষকে হুমকি দেওয়া হচ্ছে জামায়াতকে ভোট না দিতে। ভোট দিলে নির্বাচনের পরে দেখে নিবে বলে এমন কথাও বলছে তাদের। স্বাধীনতার ৫৪ বছর পর জাতি আর কোন হিংসাত্মক রাজনীতি দেখতে চায়না। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের যথাযথ সম্মানের ব্যবস্থা করা হবে।

নেত্রকোণায় জামায়াতে ইসলামীর সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রার্থীদের পরিচয় প্রদান কালে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য,কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি আরও বলেন সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। জামায়াতের ৫ টি দাবীতে একমত হয়ে ৮টি ইসলামি দল একত্রিত হয়েছে। আমরা আসন সমঝোতার ভিত্তিতে এ ৮ দল নির্বাচন করবো ইনশাআল্লাহ।

পরে তিনি আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেত্রকোণার ৫ টি আসনের প্রার্থীদেরকে সাংবাদিকদের সাথে পরিচয় করিয়ে দেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ,জেলা জামায়াতের সাবেক আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক,জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী বদরুল আমীনসহ অন্যরা।

এসময় জামায়াতের ৫টি আসনের ৫ জন প্রার্থী উপস্থিত ছিলেন। তারা হলেন,নেত্রকোণা-১ আসনে মাওলানা আবুল হাসেম,নেত্রকোণা-২ আসনে অধ্যাপক মাওলানা এনামুল হক,নেত্রকোণা-৩ আসনে অধ্যাপক খায়রুল কবির নিয়োগী,নেত্রকোণা -৪ আল হেলাল তালুকদার, নেত্রকোণা- ৫ আসনে অধ্যাপক মাছুম মোস্তফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com