জাকির হোসেন সুজন, রংপুর : রংপুরের নবযুগদ্বিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ এনামুল আহসান–এর সঙ্গে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৩টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় জেলার বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সংবাদদাতারা অংশ নেন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সাংবাদিকদের পক্ষ থেকে জেলার বিভিন্ন সমস্যা, এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে মুক্ত আলোচনা হয়।
নতুন জেলা প্রশাসক সকলের সহযোগিতা কামনা করেন এবং একটি সক্রিয় ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।