বিনোদন ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় অর্ধকোটি মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এই সংকটময় মুহূর্তে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন।
বন্যাকবলিত এলাকায় অনেকেই প্রয়োজনীয় ত্রাণ নিয়ে হাজির হচ্ছেন এবং সেসব ত্রাণ অসহায় মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন। তবে, ত্রাণ বিতরণের সময় অনেকেই ছবি তুলছেন এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। বন্যার শুরু থেকেই এই বিষয়ে সতর্ক করা হয়েছে, যাতে ত্রাণ বিতরণের সময় ছবি না তোলা হয়, কারণ এতে ত্রাণ গ্রহণকারীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে।
এই বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন নির্মাতা রায়হান রাফী। তিনি ত্রাণ বিতরণের সময় ছবি তোলা থেকে বিরত থাকার অনুরোধ করেছেন।
রাফী লেখেন, কুমিল্লার বুড়িচং উপজেলার একজন বন্যার্তের আর্তনাদ ছিল—”ভাই, প্রতিবছর কুরবানির ঈদে নিজের খামারের একটা গরু গরিবদের কুরবানির জন্য দিতাম, পুকুরের মাছ বিক্রি করলে আগে পাড়া-প্রতিবেশীদের দিতাম, কখনো ছবি তুলিনি। অথচ আজকে আপনারা এক পোটলা চিড়া আর মুড়ি দিয়ে দশজন মিলে ছবি তুলছেন! ভাই, মাফ করে দেন আমাদের। আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। মাফ করে দেন ভাই!”
রাফীর স্ট্যাটাসের নিচে তার ভক্তরাও আক্ষেপ প্রকাশ করেছেন। অনেকে বলেছেন, বন্যাকবলিত এলাকায় কিছু লোক ত্রাণ বিতরণ করতে গিয়ে নিজেদের প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছেন, যা সেখানে আরও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করছে। এসব কার্যক্রম বন্ধ হওয়া উচিত।