রাজশাহীতে হ্যাকিংসহ সাইবার অপরাধের আসামি সাকিব গ্রেফতার!

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী: রাজশাহীতে হ্যাকিংসহ সাইবার অপরাধ ও সংঘবদ্ধ প্রতারক চক্রের আসামি সাকিব’কে গ্রেফতার করেছে র‍্যাব-৫। গত মঙ্গলবার (১৮ নভেম্বর) নগরির রাজপাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল মঙ্গলবার ১৮ ই নভেম্বর ১টা ১০ মিনিটের দিকে রাজশাহী মহানগরির রাজপাড়া থানাধীন জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে সাহেব বাজারগামী পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে এন্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ স্থাপন করে অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটস অ্যাপ আইডিতে বেআইনিভাবে প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণা মূলকভাবে অর্থ আদায় করত। সাইবার অপরাধের মাধ্যমে প্রতারণা চক্রের তদন্তে প্রাপ্ত আসামি হওয়ায় নাজমুস সাকিব’কে কৌশলে গ্রেফতার করে। উক্ত প্রতারণার বিষয় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রতারণার অপরাধের কথা স্বীকার করে।

আরো জানা যায়, আসামিকে ডিএমপি পল্টন থানার মামলা নং -১১, তারিখ-০৫/০৬/ ২০২৫ ইং, ধারা – ৪০৬/ ৪২০ পেনাল কোড ১৮৬০ মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেফতার কৃত আসামী ও অন্যান্য পলাতক আসামীদের পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছে মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় আইনগত ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com