বডি ক্যামেরা ক্রয় প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : অর্থ উপদেষ্টা

বাসস: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার দেশের স্পর্শকাতর এলাকায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রস্তাবিত বডি ক্যামেরা ক্রয় প্রক্রিয়া পর্যালোচনা করছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেজন্য আমরা বলেছি যে— আপনারা পর্যালোচনা করে আসেন। মূল্যটা আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়ায় যেন প্রকিউরমেন্টটা হয়।

অর্থ উপদেষ্টা উল্লেখ করেন, সংশোধিত প্রস্তাব আরো যৌক্তিক ও প্রয়োজনভিত্তিক পদ্ধতি গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, বডি ক্যামেরা শুধু সেনসিটিভ (স্পর্শকাতর) যে সব জায়গা আছে, ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে। আমরা সব জায়গায় বডি ক্যামেরা দিয়ে তো করতে পারব না। এগুলো মনিটরিং করার ব্যাপার আছে। … সেনসিটিভ যে জিনিসগুলো ওরা নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে কিনবে।

এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন ইঙ্গিত দেন, বডি ক্যামেরার সংখ্যা সম্ভবত যৌক্তিকভাবে কমানো হবে।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংশোধিত প্রস্তাব খুব শিগগিরই জমা দেওয়া হবে।

সরকার গত ২৩ সেপ্টেম্বর আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য প্রায় ৪০ হাজার বডি ক্যামেরা ক্রয়ের অনুমোদন দিয়েছে। ক্রয় প্রক্রিয়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মাধ্যমে সম্পন্ন হবে, যাতে গুণগত মান, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় থাকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com