শেরপুর সদর থেকে মোঃ শহিদুল্লাহ: শেরপুরে জেলা পুরোহিত কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ নভেম্বর শুক্রবার বিকেলে শহরের গোপালবাড়ীস্থ শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দির প্রাঙ্গণে জেলার সকল উপজেলার পুরোহিতগণের উপস্থিতিতে সংগঠনে সাধারণ সভায় ওই কমিটি গঠিত হয়।
দুই বছর মেয়াদী কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয়েছে বিজয় কৃষ্ণ চক্রবর্ত্তীকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন সব্জিত চক্রবর্ত্তী সঞ্জু। সভায় প্রধান উপদেষ্টা কমল চক্রবর্ত্তী, উপদেষ্টা বিকাশ চক্রবর্ত্তী, বিজ্ঞ পুরোহিত বিকাশ চক্রবর্ত্তী, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন মজুমদার, সদস্য সচিব সুব্রত দেসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা জজ ও দায়রার পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ শতাধিক পুরোহিত উপস্থিত ছিলেন।
অত্র জেলায় ১শ’র অধিক পুরোহিত রয়েছেন। উপস্থিত পুরোহিতদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।