জাকির হোসেন সুজন, রংপুর: রংপুরে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত রংপুর বিভাগীয় বইমেলা ২০২৫। বইপ্রেমীদের মিলনমেলা এই আয়োজনে অংশ নিয়েছেন সাহিত্য–সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হলো রংপুর বিভাগীয় বইমেলা ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা। বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ শহিদুল ইসলাম এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, মোঃ মজিদ আলী বিপিএম পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর, মোঃ আবু জাফর, পরিচালক, স্থানীয় সরকার, রংপুর বিভাগ, রংপুর, মোঃ আবু সাইম, পুলিশ সুপার, রংপুর, আফসানা বেগম, পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র, মোসাঃ রাবেয়া বসরী, উপসচিব, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, মোঃ জাহিদ হোসেন, কবি, ছড়াকার নাট্যকার, ঔপন্যাসিক ও সাহিত্য সংগঠক, স্বাগত বক্তব্য রাখেন মোঃ আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রংপুর।
সভায় বক্তারা বলেন, বই মেলা শুধু উৎসব নয়—এটি জ্ঞান ও মানবিকতার বিস্তারের অন্যতম অনন্য মাধ্যম। তরুণ প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ এনামুল আহসান, জেলা প্রশাসক, রংপুর।
বইমেলায় এবার স্থানীয় প্রকাশনা সংস্থা, নতুন লেখক, সাহিত্য সংগঠনসহ শতাধিক স্টল অংশ নিয়েছে। প্রতিদিন আলোচনা সভা, কবিতা পাঠ, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিশুদের জন্য বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হবে। পাঠক ও লেখকদের নিয়ে জমজমাট হয়ে উঠেছে রংপুর পাবলিক লাইব্রেরি চত্বর।