কুষ্টিয়া সরকারী কলেজে নো প্রোমোশন নো ওয়ার্ক কর্মসূচি পালন

মীর রকিবুল ইসলাম, কুষ্টিয়া। কুষ্টিয়ার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদের শিক্ষকরা দ্বিতীয় দিনের মত ‘নো প্রোমোশন নো ওয়ার্ক কর্মসূচী পালন করেছেন। এতে কলেজের নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পদোন্নতি সংক্রান্ত সরকারি আদেশ (জিও) প্রকাশের দাবিতে ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে কর্মসূচি শুরু হয়। কুষ্টিয়া সরকারী কলেজে কর্মবিরতি চলছে। দীর্ঘদিন ধরে পদোন্নতি আটকে থাকায় পেশাগত ক্ষতির মুখে পড়ে বাধ্য হয়ে শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। তাঁরা অবিলম্বে পদোন্নতির আদেশ প্রকাশের দাবি জানিয়েছেন। আন্দোলনরত শিক্ষকরা বলেন, পদোন্নতি না হওয়ায় তাঁরা পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সামাজিক ও পারিবারিক ভাবেও হেয় প্রতিপন্ন হচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের কর্মবিরতি অব্যাহত থাকবে এবং আন্দোলন আরও জোরালো হবে। গত ১২ নভেম্বর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদ এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সরকারি আদেশ (জিও) যদি ১৩ নভেম্বরের মধ্যে প্রকাশ না হয়, তবে তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হবেন। এই ঘোষণার বাস্তবায়ন শুরু হয়েছে কুষ্টিয়া সরকারী কলেজে।

গত ১২ নভেম্বর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদ এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সরকারি আদেশ (জিও)-১৩ নভেম্বরের মধ্যে প্রকাশ না পেলে তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হবেন। এই ঘোষণার বাস্তবায়নে কষ্টিয়া সরকারী কলেজে কর্মবিরতি চলছে। শিক্ষকরা জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগসহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দফায় দফায় যোগাযোগ করেও পদোন্নতির বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষকরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com