কামরুল হাসান রনি: সাংবাদিকতায় শিক্ষামূলক প্রশিক্ষনে রাজধানীর উত্তরা ভুতের আড্ডা রেস্টুরেন্টে মিডিয়া ট্রেইনিং ইনস্টিটিউট (এমটিআই) এর উদ্যোগে ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টিং এ টু জেড নামক দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালার আয়োজন করেছেন মিডিয়া ট্রেইনিং ইনস্টিটিউট (এমটিআই)। গতকাল ১৫ই নভেম্বর শনিবার সকাল ১১টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত এ প্রশিক্ষন কর্মসূচি পরিচালনা করা হয়।
মিডিয়া ট্রেইনিং ইনস্টিটিউট (এমটিআই) এর চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন এর পরিচালনায় টঙ্গী প্রেসক্লাবের সাধারন সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টিং এ টু জেড প্রশিক্ষন কর্মশালায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের লীড মাল্টিমিডিয়া রিপোর্টার রুমান আকন এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (এডাস্ট) এর ডিপার্টমেন্ট অব জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিস এর লেকচারার কেয়া বোস।
দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান এবং ডিবিসি নিউজ চ্যানেল এর ডাইরেক্টর মোঃ সালাউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্টাইলিস্ট গার্মেন্টস লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর, বাংলাদেশ-ফিলিপিনস চেম্বার এর ডাইরেক্টর এবং বিজিএমইএ এর মেম্বার মাকসুদা চৌধুরী মিশা।
দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মশালায় উত্তরা, টঙ্গী ও আশেপাশের ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন। প্রশিক্ষন শেষে মিডিয়া ট্রেইনিং ইনস্টিটিউট (এমটিআই) এর পক্ষ থেকে অংশগ্রহনকারী সকল গণমাধ্যমকর্মীদের সার্টিফিকেট প্রদান করা হয়।