নওগাঁর পত্নীতলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“ডায়াবেটিস নিয়ন্ত্রণের চাইতে প্রতিরোধ করাই সহজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পত্নীতলা উপজেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে শুক্রবার নজিপুর বাসস্ট্যান্ডে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা ডায়াবেটিস সমিতির সভাপতি আলহাজ্ব ডাঃ আবু ওবায়দার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নিতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলিমুজ্জামান মিলন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম খালিদ সাইফুল্লাহ, পত্নীতলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  সাদেক উদ্দিন আহমেদ, ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আলিউল হক, প্রফেসর আব্দুল খালেক, ভোরের ডাক ব্যায়াম সংগঠনের ইন্সট্রাক্টর বিমল কুমার বর্মন, দি হাঙ্গার প্রজেক্ট’র এলাকা সমন্বয়কারী আসির উদ্দিন প্রমুখ।

এ সময়ে আগত ডায়াবেটিস আক্রান্ত রোগীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সভাপতি ডাক্তার আবু ওবায়দা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম খালেদ সাইফুল্লাহ।

তারা সকলকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য জীবন ধারাকে সঠিকভাবে পরিচালনা করার উদাত্ত আহ্বান জানান।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলিমুজ্জামান মিলন বলেন “ডায়াবেটিস এখন প্রায় প্রতিটি পরিবারে দেখা দিচ্ছে। আমাদের প্রত্যেককে অধিক সচেতন ভাবে জীবনধারা পরিবর্তন করতে হবে। প্রতিটি মানুষের সচেতনতার মধ্যদিয়ে দুরারোগ্য এই ব্যধি থেকে আমরা পত্নীতলাবাসীকে পরিত্রাণ করাতে পারি। ডায়াবেটিস দিবসের মতো বিভিন্ন সভা, সেমিনারে এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে হবে। ডায়াবেটিস সমিতিকে আরো গতিশীল করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

পত্নীতলা ডায়াবেটিস সমিতির আয়োজনে শোভাযাত্রাটি ডায়াবেটিস সমিতির অফিস থেকে নজিপুর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় অফিসে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com