আওয়ামীলীগের অপতৎপরতা প্রতিরোধেঅধ্যক্ষ সোহরাব উদ্দিনেরঅনুসারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার প্রাণকেন্দ্র মজমপুর গেটে আওয়ামীলীগের অপতৎপরতা বিরুদ্ধে জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন অনুসারী বিএনপি ও তার অঙ্গ সনংগঠনের নেতাকর্মীরা মজমপুর গেটসহ এনএস রোডে বিক্ষোভ মিছিল করেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় এ বিক্ষোভ মিছিলটি এনএস রোড প্রদক্ষিণ শেষে মজমপুর গেটে ট্রাফিক আইল্যান্ডে সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট তাড়িয়ে দেশ যখন স্বাভাবিক হতে যাচ্ছে তখন আবার সেই পলাতক ফ্যাসিস্টের লোকজন দেশকে অশান্ত করার চেষ্টা করছে। দেশে আওয়ামী লীগের লুকিয়ে থাকা নেতাকর্মিরা গুপ্ত ঘাতকের মতো বিভিন্ন সহিংসতা করছে, মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলার পায়তারা করছে। বক্তারা বলেন, শক্তহাতে আওয়ামী লীগের এ অপতৎপরতা রুখতে হবে, আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ করে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে হবে।

অনুষ্ঠানে কুষ্টিয়া সদর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিবৃন্দ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com