রোমান হোসেন, সাভার: ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা ঠেকাতে ঢাকা জেলা উত্তর ছাত্র দল এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার এবং আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আল শাহরিয়ার নাদিম এর উদ্যোগে মোটরসাইকেল মোহরা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর)দুপুরে আরিচা মহাসড়কে ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ এর নির্দেশনায় এই কর্মসূচি পালিত হয়।
মোহরাটি ঢাকা-আরিচা মহাসড়কের পৌর ব্যাংক টাউন এলাকা থেকে শুরু করে নবীনগর এলাকা হয়ে পুনরায় একই জায়গায় বিস্তৃত হয়। শতাধিক মোটরসাইকেলে নেতা-কর্মীরা এতে অংশগ্রহণ করেন। এ সময় তারা দলের পতাকা ও ব্যানার নিয়ে স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করেন।
এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্র দল নেতা রাকিব খন্দকার ও আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের আল শাহরিয়ার নাদিম বলেন, আঃলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা মাঠে রয়েছি গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এধরণের কর্মসূচি অব্যাহত থাকবে।