শেরপুরের ঝিনাইগাতী গারো পাহাড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে হাফ ম্যারাথন-২০২৫

শেরপুর সদর থেকে মোঃ শহিদুল্লাহ: আগামী ১৪ নভেম্বর শুক্রবার ভোরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে হাফ ‘শেরপুর হাফ ম্যারাথন-২০২৫’। এ উপলক্ষে ১২ নভেম্বর বুধবার বিকেলে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে হাফ ম্যারাথনের জার্সি, মেডেল ও কিটব্যাগ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

এই হাফ ম্যারাথনের বিস্তারিত তথ্য তুলে ধরেন শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা আল-আমিন সেলিম। তিনি জানান, ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া স্কুল মাঠ থেকে শুরু হওয়া এবারের হাফ ম্যারাথনে ৪টি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন দেশ-বিদেশ থেকে আসা ও স্থানীয় প্রায় আটশ শিশু, নারী-পুরুষ। এদের মধ্যে থাকছেন সমাজের পিছিয়ে পড়া বেদে পল্লী, হরিজন পল্লী ও তৃতীয় লিঙ্গের মানুষ। ম্যারাথনের ক্যাটাগরিগুলো হচ্ছে এক কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ২১.১ কিলোমিটার। অংশ গ্রহণকারীদের জন্য থাকছে জার্সি, মেডেল, কিটব্যাগসহ প্রতি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় স্থানের পুরস্কার। ১৩ নভেম্বর বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অংশগ্রহণকারীদের মাঝে কিট বিতরণ করা হবে।

এবারের ম্যারাথন অনুষ্ঠানের সমন্বয়ক রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, মিমোজা এন্টার প্রাইজের চেয়ারম্যান জাকির হোসেন বাচ্চু, রেস মার্শাল আব্দুল্লাহ আল মামুন সাকিব, শাহরিয়ার ইসলাম রবিন, শাহরিয়ার আহমেদ রাব্বি, কামাল হোসেন প্রমুখ। পরে দ্বিতীয় পর্বে ইভেন্টের বিভিন্ন ক্যাটাগরির জার্সি ও মেডেলসহ কিটব্যাগ উন্মোচন করা হয়। ওই সময় জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com