নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দিলেন সিহাব উদ্দিন


নিজস্ব প্রতিবেদক: ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন স্বনামধন্য ব্যবসায়ী ও দৈনিক বজ্রপাত এবং মাটির ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক সিহাব উদ্দিন। কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের পক্ষ থেকে শুক্রবার দিবাগত রাতে ৫ আগস্ট নিহত চর থানা পাড়ার আব্দুল্লাহ, ইউসুফ ও চর আমলাপাড়ার যুবদল নেতা সবুজের বাড়ি গিয়ে আর্থিক অনুদান পৌঁছে দেন সিহাব উদ্দিন।
আন্দোলনে নিহত সবুজের বাড়িতে গিয়ে নিহতের পরিবারের উদ্দেশ্যে সিহাব উদ্দিন বলেন, নতুন করে স্বাধীন বাংলাদেশ গড়েছেন সবুজ। সবুজ সহ যারা দেশের জন্য জীবন দিয়েছেন তারা সকলেই শহীদের মর্যাদা পাবেন। আল্লাহ বলেছেন, যারা শহীদ হয় তারা মৃত নয় তাঁরা জীবিত। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন
এসময় তিনি আরো বলেন, সবুজরা দেশের জন্য যা দিয়ে গেল সেটা ধরে রাখার দায়িত্ব তোমাদের। তোমরা মনে করছো তোমরা বিজয়ী হয়ে গেছ! সবুজদের রক্ত যদি বৃথা যায় তবে আমরা সকলেই এই জাতির সাথে বেইমানি করবো। তোমরা যারা এই এলাকায় আছো তারা এই মাটির সাথে বেইমানি করবা না। সবুজ এই জায়গায় রক্ত দিয়ে গেছে। এই জায়গা পবিত্র করে রেখে গেছে। এই পবিত্রতা ধরে রাখার দায়িত্ব আমাদের। তাই আমি সকলকে অনুরোধ করবো বা-মাকে ভালোবাসবা, সঠিক পথে চলবা। তোমরা পড়াশোনা কর। আল্লাহ বলছেন যে নিজের ভাগ্য পরিবর্তন করে না আমিও তার ভাগ্য পরিবর্তন করিনা। তোমরা কোন সময় সস্তায় ইনকাম করার চেষ্টা করবে না, হালাল ইনকাম করবে। একজন রিক্সাচালকের সুন্দর ঘুম হয়, আমাদের ঘুম হয়না। ওদের কোন চিন্তা নেই, আমাদের অনেক চিন্তা। ওরা যদি কারো ক্ষতি না করে আল্লাহ ওদের জন্য জান্নাত রেখেছে তবে যারা শ্বাসন করে তাদের জান্নাত পাওয়া অনেক কঠিন। এখানে হাসিনা এতোদিন দেশ চালানোর পর কেসের পর কেস হচ্ছে। কুষ্টিয়া শহরে হানিফ, আতার ছবির পর ছবি। বিদায় হয়ে গেল। ভেড়ামারা থেকে এসে বিদায় হয়ে গেল। আল্লাহ কিভাবে নিয়ে গেল তাদের। এগুলো উদাহরণ। আল্লাহ সকলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তোমরা যদি এগুলো না মনে রাখ তোমরাও এর ফল পাবে। মুরুব্বিদের সম্মান করো ছোটদের ভালোবাসো। ইয়াং বয়সে নিজেদের হিরো মনে করবে না। হিরো একমাত্র আল্লাহ। আমি এখানে কিসের জন্য এসেছি। তারা কুষ্টিয়াতে যা করেছে তথা বাংলাদেশের ছাত্রদের উপর নির্যাতন করেছে। একটা ছোট বাচ্চার উপর গুলি করেছে। নৃসংস ভাবে এই হত্যাকান্ড চালানো হয়েছে। এইজন্যই আল্লাহ তাদের উপর গজব দিয়েছে। তাদের অস্তিত্বের কোন চিহ্ন রাখেনি। এর চাইতে আল্লাহ আর কি ভয়ঙ্কর শাস্তি দিতে পারে। আমি আল্লাহর কাছে সবুজকে জান্নাতবাসী করার জন্য প্রার্থনা করবো এবং তার মাকে আল্লাহ হেদায়েত করুক। আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করুক।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com