নালিতাবাড়ীতে আইনজীবীর বাড়িতে হামলার অভিযোগ

জেসমিন জাহান দীপ্তি শেরপুর : শেরপুর জেলার নালিতাবাড়ী পৌরসভার কালিনগর এলাকায় এক আইনজীবীর বসতবাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবীর মা মোছা: রাহিলা খাতুন বাদী হয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. আশরাফুল আলম একটি হত্যা মামলায় বাদীপক্ষের পক্ষে কৌশুলি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই মামলায় জামিনে থাকা আসামিপক্ষ তাঁকে মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছিল। কিন্তু তিনি আইন অনুযায়ী দায়িত্ব পালনে অটল থাকায় ক্ষুব্ধ হয়ে আসামিপক্ষের লোকজন রবিবার সন্ধ্যায় তাঁর বাড়িতে দেশীয় অস্ত্রসহ হামলা চালায়।

অভিযুক্তরা হলেন— রফিকুল ইসলাম, নবাব আলী, বাবু মিয়া, সাদ্দাম মিয়া ও মাতাব মিয়া। তারা সবাই কালিনগর এলাকার বাসিন্দা এবং আইনজীবীর প্রতিবেশী।

হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে টিনের বেড়া ভাঙচুর করে এবং উপস্থিত না থাকায় অ্যাডভোকেট আশরাফুল আলমের স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে। তিনি আত্মরক্ষার্থে ঘরের ভিতরে আশ্রয় নেন ও দরজা বন্ধ করে নিজের প্রাণ রক্ষা করেন। পরে মোবাইল ফোনে স্বামীকে বিষয়টি জানালে অ্যাডভোকেট আশরাফুল আলম তাৎক্ষণিকভাবে নালিতাবাড়ী থানায় অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে রামদা, রড ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

অ্যাডভোকেট আশরাফুল আলম বলেন,

“আমি আইনজীবী হিসেবে সংবিধান ও পেশাগত নীতিমালার আলোকে যে কোনো পক্ষের মামলা পরিচালনা করতে পারি। হামলাকারীরা একাধিক হত্যা মামলার আসামি। এই হামলার পর আমার পরিবার আতঙ্কে রয়েছে। আমি দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন,

“ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com