রাজবাড়ীতে চুরিকৃত তিনটি মোবাইলসহ আসামি অনিক হোসেন ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

পার্থ প্রতিম ভদ্র : রাজবাড়ীতে চুরিকৃত তিনটি মোবাইলসহ আসামি অনিক হোসেন ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত ১৮/১০/২০২৫ তারিখ অনুমান রাত ২.৫৫ ‌ মিনিটের সময় রাজবাড়ী জেলার খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকার

মোঃ আব্দুর রব শেখ (৪২) মেসার্স আরাফ ট্রেডার্স নামক একটি মোবাইল শোরুমের টিনের চাল কেটে ১৭টি মোবাইল ফোন এবং ৪টি এয়ারপড যার আনুমানিক মূল্য প্রায় ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা কে বা কারা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় রাজবাড়ী জেলার সদর থানার মামলা নং- ২৪, তারিখ- ১৮/১০/২০২৫ খ্রি., ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

এরই ধারাাবহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গতকাল রবিবার ০৯/১১/২০২৫ তারিখ রাত অনুমান ১০.২০ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পূর্ব গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত আসামি মো: অনিক হোসেন (২৩), পিতা- লিটন খান, সাং-সজ্জনকান্দা, থানা ও জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি আন্তঃজেলা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ৩ টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com