গাজীপুর শ্রীপুরে নিখোঁজের ৪দিন পর মিলল শিশু আনাসের মরাদেহ

মোঃ শাহ আলম সরকার : গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চার দিন পর আনাস (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিষ্পাপ  শিশুটির মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

নিহত আনাস ওই গ্রামের আল আমিন খানের ছেলে। নিষ্পাপ শিশু আনাসের মরাদেহ দেখে উপস্থিত জনতা হতভম্ব। সোনার চাঁদ কে হারিয়ে বাবা-মা  পাগলপ্রায়। স্থানীয় জনতা এবং পরিবারের দাবি অপরাধীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। যা দেখে পরবর্তীতে কেউ যেন এমন বীভৎস এবং নারকীয় ঘটনা ঘটানোর সাহস না পায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বাড়ির সামনে খেলনা সাইকেল নিয়ে খেলতে গিয়ে আনাস নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে  শিশুটির দাদা হাছেন আলী খান শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রবিবার সকালে স্থানীয়রা বিলের মধ্যে একটি শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রাথমিক ভাবে  ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে লাশ বিলের মধ্যে ফেলে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com