বিশেষ প্রতিনিধি: ফ্যাসিস্ট সরকার পলায়নের পর বাংলাদেশ বাংলাদেশ সড়ক পরিবহন খাতকে নিয়ন্ত্রণের জন্য আওয়ামী ধূসরদের সাথে নিয়ে সাইফুল বাতেন গং বাণিজ্য মন্ত্রণালয়ে একটি কমিটি অনুমোদনের জন্য জমা দেয়। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে খোঁজ নিয়ে জানা যায় তাদের এই কমিটির কোন বৈধতা নেই।
ব্রিগেডের হাবিবুর রহমানকে সভাপতি এবং খন্দকার রফিকুল হোসেন কাজলকে মহাসচিব করে একটি কমিটি, জামাত নেতা সৈয়দ একরামুল হককে সভাপতি ও খন্দকার রফিকুল হোসেন কাজলকে মহাসচিব করে আরেকটি কমিটি এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে কামাল জামান মোল্লা কে সভাপতি ও খন্দকার রফিকুল হোসেন কাজলকে মহাসচিব করে আরেকটি কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়।
এমতাবস্থায় ২৭-১০ ২০২৫ ইং তারিখে ডিজি মহোদয় এর চিঠির মাধ্যমে চারটি কমিটি কে তাদের দপ্তরে ডাকেন এবং সবার বৈধ ডকুমেন্ট দেখাতে বলেন। পরবর্তীতে তিনি চারটি কমিটির সমন্বয়ে একটি কমিটিতৈরি করে দপ্তরে জমা দিতে বলেন, অন্যথায় সকলের কার্যক্রম বন্ধ ঘোষণা করবেন এবং আইন অনুযায়ী তিনি ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন।
এমতাবস্থায় অবৈধ আলাউদ্দিন ও সাইফুল আলম কমিটি তাদের নিজেদের কর্তৃত্ব জাহির করার জন্য ০৬ -১১ -২০২৫ তারিখে গাজীপুর জেলা পরিবহন মালিক সমিতির কমিটি গঠন করে দেন। যাহা সম্পূর্ণভাবে অবৈধ ও নিয়মিত বহির্ভূত।