রূপগঞ্জে দিপু ভুইয়ার নেতৃত্ত্বে লাখো জনতার শোভাযাত্রা ‌‌

আবুল কালাম : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৯ নভেম্বর রবিবার বিকেলে সুসজ্জিত ব্যানার ফেস্টুন, ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন লক্ষ্যাধিক নেতাকর্মী এবং জনতা ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া এলাকায় এ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় হাতি ও ঘোড়ার গাড়ি নিয়ে নেতাকর্মীরা বাদ্যের তালে তালে আনন্দ উল্লাস করেন। শোভাযাত্রাটি মহাসড়কের বলাইখা থেকে ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট এলাকা প্রদক্ষিণ করে বিসমিল্লাহ আড়তে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার পূর্বে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের সর্বস্তরের মানুষ আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সর্বোচ্চ ভোট প্রদানের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করবেন বলে ঘোষণা দেন। দিপু ভুঁইয়া নির্বাচিত হলে রূপগঞ্জের উন্নয়ন হবে। এজন্যই রূপগঞ্জের সর্বস্তরের মানুষ শোভাযাত্রায় আনন্দ উল্লাসে যোগদান করেন।

এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সৌদি আরব যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব রনি, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক নুর হাসান বাবুল, যুবদল নেতা আবু মুহাম্মদ মাসুম, আফজাল কবির, মফিকুল ইসলাম খান, আজিম সরকার, সোহেল মিয়া, ইয়াছিন মিয়া, বিএনপি নেতা বাকির হোসেন, সালাহউদ্দিন দেওয়ান, আব্দুল আজিজ মাস্টার, এডভোকেট হেলাল উদ্দিন, বাবুল ভেন্ডার, সেলিম ভুইয়া, মজিবুর রহমান ভুঁইয়া, তাশিক হক ওসমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, সুলতান ইসমাইল মামুন, মাসুম বিল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com