‘জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না. আ.লীগকে… প্রেস সচিবের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক :কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যেকোনো বিক্ষোভের চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (১০ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

ওই পোস্টে শফিকুল আলম বলেন, বিএএল (বাংলাদেশ আওয়ামী লীগ), তাদের সমর্থকেরা এবং তাদের গণহত্যাকারী নেতা মনে করছেন, এটি ২৮ অক্টোবর, ২০০৬। তারা কল্পনা করছেন, প্রকাশ্য দিবালোকে ডজনখানেক মানুষকে হত্যা করে হাজার হাজার দুর্বৃত্তকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তাগুলো দখল করবে। দুঃখিত, এখন এটি নতুন বাংলাদেশ।

তিনি জানান, নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলের যেকোনো বিক্ষোভের চেষ্টা আইনের পূর্ণ শক্তির সঙ্গে মোকাবিলা করা হবে।

প্রেস সচিব বলেন, জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না। মনে রাখবেন এটি ২৮ অক্টোবর, ২০০৬ নয়। এটি জুলাই- চিরকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com