সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘা উপজেলা ও পৌর শাখার আয়োজনে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ আবু সাইদ চাঁদ।
এ সময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সদস্য মোখলেছুর রহমান মুকুল, সদস্য সুরুজ্জামান সুরুজ, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার সহ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনাবাহিনী ও সর্বস্তরের জনগণের সমর্থনে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির আশা আকাঙ্খার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। জনগণের ভালোবাসা ও আস্থার কারণে তিনি মহানায়কে অধিষ্ঠিত হন। ৭ নভেম্বর বিপ্লবের মাধ্যমে রাজনৈতিক শূণ্যতা পুরণ হয়েছিল।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ আলোচনা সভা ও র্যালিতে অংশগ্রহণ করতে বাঘা উপজেলার ২ পৌরসভা ও ৭ ইউনিয়ন থেকে জাতীয়তাবাদী আদর্শের নেতা-কর্মীরা মিছিল নিয়ে দুপুর থেকেই উপস্থিত হতে থাকে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে। এতে করে আলোচনা সভা স্থল জনসমুদ্রে রূপ নেই।