কোন ষড়যন্ত্র, হুমকি-ধমকি দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না -সাইয়েদুল আলম বাবুল

মুক্তা রিনা বেগম : বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর-১ আসনে জাতীয় সংসদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী সাইয়েদুল আলম বাবুল বলেছেন, কয়েকটি রাজনৈতিক দল রয়েছে এর আগে তারা বলেছেন, দেশে গণতন্ত্র চান, নির্বাচন চান, ভোটের অধিকার ফিরে পেতে চান, কিন্তু যখন এই সরকার নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা দিলো, যখন এদেশের মানুষ গত ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেতে যাচ্ছে, ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে, তখন ওই রাজনৈতিক দলগুলো বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে, হুমকি ধমকি দিচ্ছে নির্বাচন হতে দিবে না। কারণ আপনারা নির্বাচনকে ভয় পান, আপনারা জানেন এখন নির্বাচন হলে কয়টি আসন পাবেন। তারা আবার সরকার গঠনের স্বপন দেখছেন, স্বপ্ন দেখেন ভালো কথা, এদের মানুষ আপনাদের ভোট দিলে সরকার গঠন করবেন। আমরাও সাধুবাদ জানাবো। আর যদি এদেশের মানুষ যদি আমাদের ভোট দেয় সেটি সবাই কে মেনে নিতে হবে। দয়া করে নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র করবেন না। দেশের মানুষ এখন নির্বাচনের মাঠে নেমে গেছে, দেশের মানুষ এখন নির্বাচনী রাস্তায় উঠে গেছে। এই দেশে নির্বাচন হবে এবং ফেব্রুয়ারীতেই নির্বাচন হব। এই নির্বাচনকে বাধাগ্রপ্ত করার আর কোন সুযোগ নেই আপনারা যতই ষড়যন্ত্র করেন কোন লাভ হবে না। দেশের মানুষ গত ১৭ বছর যাবত ভোট দানের বঞ্চিত ছিলো। এখন সুযোগ এসেছে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে চায়। কেউ যদি বাধাগ্রস্থ করতে চায় এই জনগণই তাদের প্রতিহত করবে।

কোনাবাড়ি থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকালে কোনাবাড়ি বিসিক এলাকায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোনাবাড়ি থানা বিএনপির সাবেক সভাপতি মো. রবিউল আলম রবির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরাজ, কোনাবাড়ী থানা যুবদলের আহবায়ক শেখ সাইফুল ইসলাম সবুজ।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি নেতা রবিউল হাসান রুবেল, ইব্রাহীম মিয়াজী, সোহরাব হোসেন, কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক প্রিতম চাকলাদার, জিয়ারত হোসেন জিয়া, কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া সরকার হিমেল, কোনাবাড়ী মেট্রো থানা ছাত্রদল নেতা রায়হান হোসেন হৃদয়, শ্রমিক দল নেতা রেজাউল করিম কন্ট্রাক্টর, মহানগর কৃষক দল নেতা মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন জনি, বিএনপি নেতা আশরাফুল ইসলাম আশরাফ, সোলায়মান মিয়া, নাজমুল হাসান, আতাউর রহমান ও বিএনপি, অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সহ আলোচনা সভাটি এক পর্যায়ে বিশাল জনসভায় রূপান্তরিত হয়। সভা শেষে একটি র্যালী কোনাবাড়ী বিসিকের ১ নং গেট থেকে শুরু হয়ে নতুন বাজার পদক্ষিণ করে পুনরায় ১ নং গেট এলাকায় এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com