মনোহরদী উপজেলা প্রেসক্লাবের জরুরি সভায় সভাপতি বহিষ্কার,ও  কমিটি বিলুপ্ত ঘোষণা 

মনোহরদী (নরসিংদী), ০৭ নভেম্বর ২০২৫ (শুক্রবার): মনোহরদী উপজেলা প্রেসক্লাবের এক জরুরি সভা আজ সকাল ১০টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ক্লাবের সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেন।

সভায় সিদ্ধান্ত হয় যে, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল এর অনৈতিক কর্মকাণ্ডের কারণে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তাকে মনোহরদী উপজেলা প্রেসক্লাব থেকে বহিষ্কার এবং তার সভাপতির পদ বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

এছাড়া অদ্য ০৭ নভেম্বর ২০২৫ তারিখ হতে পূর্ববর্তী সকল কার্যনির্বাহী কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। সভায় জানানো হয়, পরবর্তীতে প্রেসক্লাবের সদস্যদের সম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি মনোহরদী উপজেলা প্রেসক্লাবের নামে বা পদবী ব্যবহার করতে পারবেন না।

সভায় উপস্থিত ছিলেন মোঃ কামাল উদ্দিন বাদল, মোঃ মোবারক হোসেন,মোঃ হিমেল মিয়া, সজিব, অলি উল্লাহ,  মোঃ এমরুল ইসলাম, রুবেল, জাকির হোসেন, সেলিম রেজা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com