জাকির হোসেন সুজন, রংপুরঃ রংপুর সদর উপজেলার আরাজীমন খামার কাইদাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার (৬ নভেম্বর ২০২৫) খ্রিস্টাব্দে মা/অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ জরিফা সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও গীতিকার ধ্রুবক রাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকির হোসেন সুজন, সালেহ উদ্দিন নোমান, শফিউজ্জামান আতা, মোঃ সোহাগ মিয়া। এছাড় অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন কুমকুম আক্তার, মোছাঃ মঞ্জিলা বেগম, মোছাঃ আয়েশা সিদ্দিকা, মোঃ আছিরুল হক। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে মা-বাবা ও অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, বাড়িতে পাঠাভ্যাস গড়ে তোলা এবং শিশুদের মানসিক বিকাশে অভিভাবকদের সহযোগিতা অপরিহার্য। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ সময় শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক পদ্ধতির ব্যবহার ও স্কুল-পরিবার সমন্বয়ের বিষয়ে আলোচনা করেন। অভিভাবকরাও তাদের সন্তানের শিক্ষাগত অগ্রগতি, বিদ্যালয়ের পরিবেশ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত অতিথি ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।