শেরপুর থেকে জেসমিন জাহান দিপ্তী : জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে শেরপুরের ঝিনাইগাতীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা তারুণ্যে নির্ভর উন্নত, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন ও বাল্যবিবাহ, যৌতুক, মাদক, গুজব প্রতিরোধসহ সামাজিক বিভিন্ন সমস্যাবলীর উপর জনসচেতনা মূলক বক্তব্য রাখেন। সমাবেশে স্থানীয় গণ্যমান্য কর্মীসহ প্রায় দুই শতাধিক নারী ও শিশু অংশ গ্রহণ করেন।