আশুলিয়ায় ইটভাটায় অভিযান ৬ লাখ টাকা জরিমানা ও ছয়টি ইটভাটার কার্যক্রম বন্ধ

রোমান হোসেন, সাভার, ধামরাই : সাভারের আশুলিয়া বায়ু দূষণরোধে সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণার পর অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা  করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি ইটভাটাকে ৬ লাখ টাকার আর্থিক জরিমানাসহ ৬টি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই সব ইটভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইট ও চিমনি ধ্বংস করা হয়। একই সাথে ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তরের এক পরিপত্রে ঢাকা জেলার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে। এজন্য বায়ু ও পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে আজ সকাল থেকে সাভারের শিমুলিয়া এলাকায় ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, এই ধরনের অভিযান নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় চালানো হবে। দিনব্যাপী এই অভিযানে শিমুলিয়ার ৬টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযান চলাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com