গাইবান্ধার পাঁচটি আসনে বিএনপি’র মনোনীত হলেন যারা

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। 

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গাইবান্ধার সাতটি উপজেলা নিয়ে পাঁচটি সংদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই পাঁচটি আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পাঁচটি আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী হলেন যারা—গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, গাইবান্ধা-২ (সদর) আসনে জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মঈনুল হাসান সাদিক,গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলম সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com