মেঘনায় মা ইলিশ সংরক্ষণে অভিযান কারেন্ট জাল ও ইলিশ জব্দ

কাউছার আলম, লক্ষ্মীপুর প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে অভিযান চালিয়েছে মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে (২৩ অক্টোবর) পরিচালিত অভিযানে প্রায় ৪৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল (৯ লাখ টাকা) ও ৪৫০কেজি ইলিশ জব্দ করা হয়।

বুধবার রাতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৪ হাজার মিটার (মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা) নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল পুরানবেড়ি ঘাটে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ দুস্থদের বিতরণ করা হয়েছে।

মেঘনায় অভিযান পরিচালনা করেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক মোঃ আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন ও রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান।

জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় ১৫টি মাদ্রাসা, এতিমখানা ও দেড় শতাধিক দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। অভিযানে কোস্ট গার্ড বিসিজি স্টেশন রায়পুর সহায়তা প্রদান করে।

মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান জানান, বুধবার ও বৃহস্পতিবার রাতে ৬৯ হাজার মিটার কারেন্ট জাল ও ৪৫৯ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে চলমান এ অভিযান অব্যাহত থাকবে। যাতে প্রজনন মৌসুমে ইলিশ রক্ষা পায় ও দেশের খাদ্য নিরাপত্তা টেকসই হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com