নওগাঁর মান্দায় মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে নিহত-২ আহত ৪

এ.বি.এম.হাবিব : নওগাঁ জেলার মান্দা উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত ও ৪জন আহত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে সাতটার সময় নওগাঁ–রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া এলাকার মিলনের ইটভাটা সংলগ্ন মিরপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের এমদাদুল হকের ছেলে ইয়ামিন আলী (২০) এবং জাহাঙ্গীর আলমের ছেলে তুহিন (২০)।  আহতরা হলেন—আশিক (২০), সাদিক (২০), তরুণ (২০) ও মনোয়ার (২০)। গুরুতর আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত যুবকরা সবাই বন্ধু ছিলেন। তারা সতীহাট বাজার থেকে তিনটি মোটরসাইকেলে করে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। পথে মিলনের ইটভাটা এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল গুলোর মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান জানান, দুর্ঘটনায় দুইজন ঘটনাস্থলেই নিহত হন। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের মতে, বেপরোয়া গতিই এই দুর্ঘটনার মূল কারণ। এলাকাবাসী সড়কটিতে অতিরিক্ত গতির যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com